Jui

Saturday, July 16, 2016

'অনার কিলিং' এর শিকার হলেন পাক মডেল কান্দিল বালোচ!

একই সঙ্গে আলোচিত এবং বিতর্কিত পাক মডেল, সোশাল মিডিয়ার সেনসেশন কান্দিল বালোচ আর নেই। আজ মুলতানে নিজের ভাইয়ের হাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এই পাক মডেলের। প্রায় 'নগ্ন' ফোটোশুট, খুল্লামখুল্লা ভিডিও, যৌনতার সুড়সুড়ি কান্দিল বালোচের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারালে পর তিনি 'নগ্ন' হবেন বলে শিরোনামে উঠে এসেছিলেন। এরপর বিরাটের প্রতি তার 'প্রেম'ও তিনি জানিয়েছিলেন অকপটে। দিনকয়েক আগেই একটি মিউজিক ভিডিও শুট প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'আমাকে কন্ট্রোল করা যাবে না।' ডন ডট কমের রিপোর্ট অনুযায়ী ঘটনাটি 'অনার কিলিং'-এর। কয়েক দিন আগেই নাকি খুনের হুমকি দিয়ে ফোন কল পেয়েছেন বলে ফেডেরাল ইনভেস্টিগেশন অথরিটিকে অভিযোগও জানিয়েছিলেন কান্দিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। 
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment