Jui

Saturday, July 16, 2016

মধ্যরাতে রাজপথের দরিদ্র মানুষের মাঝে অভিনেত্রী (ভাইরাল ভিডিও)

শিশুশিল্পী থেকে আজকের বলিউডসহ দক্ষিণী সিনেমার সুপারস্টার তিনি। শুধু রুপালি পর্দায় নয়, বাস্তবেও মানুষের জন্য প্রাণ কাঁদে এই অভিনেত্রীর। বলিউডের তারকারা দান-ধ্যান করার জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন। তবে এবার খানিকটা অজান্তেই খবরে চলে এলেন হান্সিকা মেতওয়ানি। সোশাল মিডিয়ায় ভাইরাল হলো হান্সিকার চ্যারিটি ভিডিও। ভিডিওতে হান্সিকাকে চেন্নাইয়ের রাস্তায় গভীর রাতে ঘুমন্ত মানুষের পাশে জামা-কাপড় রেখে আসতে দেখা ‌যাচ্ছে। সঙ্গে পানির বোতল। হান্সিকার ফ্যান পেইজে পোস্ট হওয়া এই ভিডিও দেখে আশ্চ‌র্য হয়ে ‌যান অভিনেত্রী নিজেও। জানতে চান, কী করে পেলেন এই ভিডিও? হান্সিকার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ মানুষ। তবে পাবলিসিটি স্টান্ট বলেও কটাক্ষ করেছেন অনেক নিন্দুকরা। 
দেখুন সেই ভিডিও : 



  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment