Jui

Saturday, July 16, 2016

সালমানের দুঃখ প্রকাশ; বক্তব্য ‘বিকৃতি’র অভিযোগ

আলোচিত মুভি ‘সুলতান’-এর শুটিংয়ের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ‘ধর্ষিতা’ শব্দটিকে তুলনীয় হিসেবে ব্যবহার করায় সমালোচনায় জেরবার সালমান খান। চাপের মুখে অবশেষে দু:খ প্রকাশ করলেন ভাইজান। তিনি যে মন্তব্যই করুন না কেন, তা বিকৃত করা হয়। তিনি কথা না বললেও সংবাদমাধ্যমে যা ইচ্ছা লেখা হয়। তিনি এক কথা বলেন আর লেখা হয় সম্পূর্ণ উল্টো কথা। এটা দেখে তিনি দুঃখিত। বক্তা বলিউডের সদা বিতর্কিত নায়ক সলমন খান। ‘ধর্ষিতা’ বিতর্ক নিয়ে মুখ খুলে তিনি যাবতীয় দায় এভাবেই সংবাদমাধ্যমের উপর চাপিয়ে দিলেন। তাঁর দাবি, তিনি বিতর্ক পছন্দ করেন না। কিন্তু তাঁকে নিয়ে বিতর্ক তৈরি করা হয়। এতে তাঁর খারাপই লাগে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment