Jui

Monday, July 18, 2016

আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন অবনী

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ইন্টারন্যশনাল ড্যান্স এশিয়া চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মেয়ে মুনজারিন অবনী। ফ্রিস্টাইল এবং আর্টিস্টিক ক্যাটাগরিতে বিশ্বের ২৫টি দেশের পাঁচ শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই সম্মান অর্জন করেন। ১৩ জুলাই শুরু হওয়া এই প্রতিযোগিতায় অবনীর ড্যান্স পার্টনার ছিলেন শিহাব আলম। ১৮ জুলাই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী ইন্টারন্যাশনাল ড্যান্স এশিয়া চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার পাশাপাশি প্রথম পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করলেন। কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে অবনী এই পুরস্কার অর্জন করায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ''বিশ্বের দরবারে আমার দেশের মাথা উঁচু করতে পেরে আমি খুব গর্বিত। আমি আমার দেশের লোকসংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে পেরেছি। বিভিন্ন দেশের প্রতিযোগী এবং বিচারকগণ বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য দেখে মুগ্ধ হয়েছেন।'' আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী অবনী ১২ বছর ধরে নৃত্যজগতে আছেন। তার প্রথম নৃত্যশিক্ষক তাবাসসুম আহমেদ। এরপর তিনি অলিভ ইসলামের কাছ থেকে তালিম নেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচ নিয়ে তিনি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, তুরস্ক, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, চীনসহ বিশ্বের ১৮টি দেশ ভ্রমণ করেছেন। মানিকগঞ্জের মেয়ে অবনীর মা মোর্শেদা বিনতে আসির একজন শিক্ষক এবং বাবা মাহবুবুর রহমান খান একজন ব্যবসায়ী।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment