বাংলা গানের কিংবদন্তি সুরকার-গীতিকার এবং কণ্ঠশিল্পী লাকী আখন্দের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গেছে। ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত এই কিংবদন্তি মানুষটির শারিরীক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলছেন না ডাক্তাররা। লাকী আখন্দের মেয়ে মাম্মিন্তি সংবাদমাধ্যমকে বলেন, ''চিকিৎসকরা আমাদের কিছু বলছেন না এখনও। আমরা অপেক্ষায় আছি, ভালো কিছু শুনব।'' গত বছর গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন লাকী আখন্দ। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। এরপর ঢাকা থেকে থাইল্যান্ডের একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসায় পাঁচ লাখ টাকা অর্থ সহায়তাও দেন। এরপর অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরে আবারও নতুন গান নিয়ে বসেছিলেন তিনি। কিন্তু পিঠ ও কোমরের তীব্র ব্যথার কারণে তাকে শুক্রবার আবারও বারডেম হাসপাতাল থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। আশির দশকের তুমুল জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার। তবে কেউ যেন বেনামে ব্যাংক হিসাব খুলে 'ফান্ড রাইজিং' কার্যক্রম না চালায় সে অনুরোধও জানিয়েছেন আশির দশকের তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর মেয়ে।



Post a Comment