Jui

Monday, July 18, 2016

সালমানের উইশের জবাবে কী বললেন ক্যাটরিনা?


বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের ৩৩তম জন্মদিনের প্রাক্কালে তার সাবেক বয়ফ্রেন্ড বলিউডের 'সুলতান' সালমান উইশ করে শোরগোল ফেলে দিয়েছেন। একবার সাংবাদিকদের সামনে শুভেচ্ছা জানিয়েছেন। পরে আবার ফেসবুকেও ক্যাটকে সামাজিক ভাবে জন্মদিনের উইশ করেছিলেন ভাইজান। কিন্তু, এই স্পেশাল উইশ পাওয়ার পরে ক্যাটরিনার প্রতিক্রিয়া তখনই পাওয়া যায়নি। যা থেকে হতাশ হয়েছিলেন দুই স্টারের ভক্তরা। সবাই ভেবেছিল, সুলতান এগিয়ে আসলেও সুন্দরী বোধ হয় সৌজন্য রক্ষা করবেন না। কিন্তু না, বেশি সময় নিলেন না ক্যাটও। বলিউড সুন্দরী আজই ফেসবুকে 'ভাইজানের' উইশ স্টেটাসের নিচে 'থ্যাঙ্ক ইউ' লিখেছেন। আর এতেই, দুই তারকার বিরাট ভক্তকুল মেতে উঠেছে খুশিতে। তাদের একটাই আশা, এবার হয়ত বরফ গলবে। হয়ত, আবার কাছাকাছি আসবে সালমান-ক্যাটরিনা। তবে, সেই সম্ভবনা নিয়ে এখনই বেশি আশা না করাই ভালো। দুজনই যে দুজনের প্রতি ভদ্রতা ও সৌজন্য দেখিয়েছেন এটাই যথেষ্ট।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment