Jui

Monday, July 18, 2016

ইউটিউবে প্রত্যয় খানের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক : জিসান মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে প্রত্যয় খানের একা একা শীর্ষক নতুন গানের মিউজিক ভিডিও। ইতিমধ্যে গানটি সাড়া জাগিয়েছে। নতুন প্রজন্মের আলোচিত গায়ক প্রত্যয় খানের গানের মিউজিক ভিডিওতে এবার মডেল হলেন চিত্রনায়ক সাইফ খান ও নবাগত মডেল লিজা। গানটির কণ্ঠ, সুর ও সঙ্গীত পরিচালনা প্রত্যয় খানের। গানটি লিখেছেন ও ভিডিও নির্মাণ করছেন জিয়াউদ্দিন আলম। ক্যামেরায় ছিলেন এস এম শাকিল, সম্পাদনায় ছিলেন আসাদুজ্জামান অপু ও দিপু। মিউজিক ভিডিও প্রসঙ্গে প্রত্যয় খান বললেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভালো একটি মিউজিক ভিডিও করার। সেই ইচ্ছে পূরণ হলো মিউজিক ভিডিওটি নিয়ে শ্রোতাদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।’ উল্লেখ্য, প্রত্যয়ের এই গানটি প্রকাশ হয় গত পহেলা বৈশাখে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ‘গল্প কথা’ অ্যালবামে। গানটি সেই সময় বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment