মহিলাদের কনডম ব্যবহারে উপকার
বা সুবিধা কি?
এই বিষয়টি হয়ত অনেকের কাছেই
নতুন মনে হতে পারে যে - মহিলাদের আবার কনডম! এটা কি করে সম্ভব। হা,
মহিলাদেরও এক প্রকার জন্মনিরোধক কনডম রয়েছে যার ব্যবহার প্রত্যেক
মেয়েকেই জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর রয়েছে আলাদা কিছু উপকারিতা।
মহিলাদের কনডম ইংরেজি প্রধানত
যৌনসঙ্গমকালে নারীসংগী দ্বারা ব্যবহৃত এক প্রকার জন্মনিরোধক বস্তু। এটি মূলত গর্ভাধারন
ও গনোরিয়া, সিফিলিজ ও এইচআইভি-এর
মতো যৌনরোগের প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়। ল্যাস্সি হেসেল এটি আবিস্কার করেন।
যৌনসঙ্গমকালে এটি নারীসংগীর
যৌনাংগে পরিধান করা হয় এবং এসময় এটি পুরুষের বীর্যকে স্ত্রী যোনিতে প্রবেশে বাধা
দেয় ফলে পুরুষের বীর্যের শুক্রাণুসমূহ নারীর ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। এছাড়া
এটি পায়ুসঙ্গমকালে গ্রাহক সংগী দ্বারা পরিধান হতে পারে।মহিলাদের এই কনডম পাতলা,
ঢিলা, নমনীয় আবরন এবং এর দুই প্রান্তে দুটি
রিং বিদ্যমান।
মহিলাদের কনডম ব্যবহারের মাধ্যমে
নারীরা তাদের যৌনসাস্থ্যকে নিজ নিজ পছন্দের ও ইচ্ছানুযায়ি নিয়ন্ত্রনে রাখতে পারেন।
এই কনডম ব্যবহারের মাধ্যমে নারী সংগীটি নিজেকে গর্ভধারন থেকে রক্ষা করতে পারে,
যখন পুরুষ সংগীটি পুরুষের কনডম ব্যবহারে অনিচ্ছুক থাকে। এছাড়া অনেক
ক্ষেত্রে নারী সংগীর এই ধরনের কনডমের ব্যবহার পুরুষ সংগীকে সাধারন কনডমের তুলনায় অধিক
পুলকিত করতে সক্ষম হয়।
এটি আলার্জি নিরোধী এবং যাদের
রাবার ল্যাটেক্স ব্যবহারে সংক্রমনের সম্ভাবনা রয়েছে তাদের জন্য উপযোগী। এই কনডম সংগমের
বহু সময় পূর্বেই পরিধান করা যায়। পুরুষদের কনডমের ন্যায় এটি পুরুষাংগের উত্থানের
জন্য অপেক্ষা করতে হয় না বা বীর্যস্থলনের সাথে সাথে বের করে নেয়ার প্রয়োজন পড়ে
না। এটি আঁটসাঁট নয় এবং শরীরের তাপমাত্রার সাথে সাথে এর উপাদানের তাপমাত্রা পরিবর্তিত
হয়। এছাড়া এটি সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন যৌনরোগ থেকে সুরক্ষা দেয় বলে অনেক গবেষনায় দেখা গেছে।
তথ্যটি আপনার কাছে কিছুটা হলেও
শিক্ষনীয় অথবা উপকারী মনে হলে, নিচের ফেইসবুক,গুগলপ্লাস, টুইটার ইত্যাদি বাটনে ক্লিক করে শেয়ার
দিয়ে আপনার বন্ধুদেরও জানিয়ে দিবেন আশা রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন । আনন্দময় হোক আপনার
প্রতিটি ক্ষণ। ধন্যবাদ।




Post a Comment