মমতাজ। কণ্ঠশিল্পী। সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে তার নতুন গানের অ্যালবাম 'শূন্য বাড়ি'। এতে সহশিল্পী হিসেবে একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। অ্যালবাম ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে_
বলেছিলেন একক অ্যালবামের কথা; অথচ প্রকাশ পেল দ্বৈত অ্যালবাম, এটা কীভাবে সম্ভব হলো?

অনেক চেষ্টা করার পরও ঈদের আগে একক অ্যালবামের কাজ শেষ করতে পারিনি। এজন্য ইচ্ছা থাকার পরও তা প্রকাশ করা সম্ভব হয়নি। ঈদে ভক্তদের কিছুই দিতে পারব না_এ কথা ভেবে মন খারাপ হয়েছিল। কিন্তু যখন জানতে পারলাম, 'শূন্য বাড়ি' অ্যালবামটি প্রকাশ পাবে, তখন হতাশা কেটে গিয়েছিল। যাহোক এবার না হলেও আগামী ঈদে একক অ্যালবাম প্রকাশ করব_ এই প্রতিশ্রুতি রইল ভক্ত-শ্রোতাদের কাছে।
এবার বলুন, 'শূন্য বাড়ি' দ্বৈত অ্যালবাম নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন?
এবারের আয়োজনে শহীদুল্লাহ ফরায়েজী, দেলোয়ার আরজুদা শরফের মতো আলোচিত গীতিকারদের পাশাপাশি সোমেশ্বর অলি, প্লাবন কোরেশী, লুৎফর হাসান ও ফিরোজ কবীর ডলারের মতো নতুন গীতিকার ও সুরকারদের প্রধান্য দিয়েছি। এ পরিকল্পনা অনেকের ভালো লেগেছে বলে জানিয়েছেন। অ্যালবামের গানগুলো নিয়েও প্রতিদিন কেউ না কেউ প্রশংসা করছেন।
সহশিল্পী হিসেবে ফজলুর রহমান বাবুকে কেমন মনে হয়েছে?
ফজলুর রহমান বাবু যেমন অনবদ্য অভিনেতা, তেমনি অসাধারণ একজন গায়ক। 'মনপুরা' ছবির গান শোনার পর থেকেই আমি তার ভক্ত। দ্বৈত অ্যালবামে তার সঙ্গে গান করার বিষয়টি তাই সত্যি আনন্দের। 'মনপুরা' ছবিতে আমরা প্লেব্যাক করলেও আমাদের কোনো দ্বৈত গান ছিল না। এজন্য বেশ কয়েকবার মনে হয়েছে বাবুর সঙ্গে দ্বৈত গান করা যায় কি-না। কিন্তু নানা ব্যস্ততায় সেটা হয়ে ওঠেনি। মাঝে অনেক সময় পার হয়ে গেছে। কিন্তু দেরিতে হলেও সঙ্গীত পরিচালক সমির সেই ইচ্ছা পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
লোকগানের অ্যালবাম প্রকাশের কথা বলেছিলেন, কাজ শেষ করতে পেরেছেন কি?
এখনও শেষ হয়নি। আরও দু'একটি গানের কাজ বাকি আছে। শিগগিরই তা শেষ হবে বলে আশা করছি। আগামী ঈদে এটি প্রকাশের পরিকল্পনা আছে।
শুনলাম, রিমেক অ্যালবামের কাজ করছেন?
হ্যাঁ। কোনো উৎসব ঘিরে নয়, ধারাবাহিকভাবে পুরনো গানগুলো নতুন সঙ্গীতায়োজনে প্রকাশ করব। ১০-১২টি করে বাছাই করা গান নিয়ে কয়েকটি সংকলন প্রকাশের ইচ্ছা আছে।
বলেছিলেন একক অ্যালবামের কথা; অথচ প্রকাশ পেল দ্বৈত অ্যালবাম, এটা কীভাবে সম্ভব হলো?
অনেক চেষ্টা করার পরও ঈদের আগে একক অ্যালবামের কাজ শেষ করতে পারিনি। এজন্য ইচ্ছা থাকার পরও তা প্রকাশ করা সম্ভব হয়নি। ঈদে ভক্তদের কিছুই দিতে পারব না_এ কথা ভেবে মন খারাপ হয়েছিল। কিন্তু যখন জানতে পারলাম, 'শূন্য বাড়ি' অ্যালবামটি প্রকাশ পাবে, তখন হতাশা কেটে গিয়েছিল। যাহোক এবার না হলেও আগামী ঈদে একক অ্যালবাম প্রকাশ করব_ এই প্রতিশ্রুতি রইল ভক্ত-শ্রোতাদের কাছে।
এবার বলুন, 'শূন্য বাড়ি' দ্বৈত অ্যালবাম নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন?
এবারের আয়োজনে শহীদুল্লাহ ফরায়েজী, দেলোয়ার আরজুদা শরফের মতো আলোচিত গীতিকারদের পাশাপাশি সোমেশ্বর অলি, প্লাবন কোরেশী, লুৎফর হাসান ও ফিরোজ কবীর ডলারের মতো নতুন গীতিকার ও সুরকারদের প্রধান্য দিয়েছি। এ পরিকল্পনা অনেকের ভালো লেগেছে বলে জানিয়েছেন। অ্যালবামের গানগুলো নিয়েও প্রতিদিন কেউ না কেউ প্রশংসা করছেন।
সহশিল্পী হিসেবে ফজলুর রহমান বাবুকে কেমন মনে হয়েছে?
ফজলুর রহমান বাবু যেমন অনবদ্য অভিনেতা, তেমনি অসাধারণ একজন গায়ক। 'মনপুরা' ছবির গান শোনার পর থেকেই আমি তার ভক্ত। দ্বৈত অ্যালবামে তার সঙ্গে গান করার বিষয়টি তাই সত্যি আনন্দের। 'মনপুরা' ছবিতে আমরা প্লেব্যাক করলেও আমাদের কোনো দ্বৈত গান ছিল না। এজন্য বেশ কয়েকবার মনে হয়েছে বাবুর সঙ্গে দ্বৈত গান করা যায় কি-না। কিন্তু নানা ব্যস্ততায় সেটা হয়ে ওঠেনি। মাঝে অনেক সময় পার হয়ে গেছে। কিন্তু দেরিতে হলেও সঙ্গীত পরিচালক সমির সেই ইচ্ছা পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
লোকগানের অ্যালবাম প্রকাশের কথা বলেছিলেন, কাজ শেষ করতে পেরেছেন কি?
এখনও শেষ হয়নি। আরও দু'একটি গানের কাজ বাকি আছে। শিগগিরই তা শেষ হবে বলে আশা করছি। আগামী ঈদে এটি প্রকাশের পরিকল্পনা আছে।
শুনলাম, রিমেক অ্যালবামের কাজ করছেন?
হ্যাঁ। কোনো উৎসব ঘিরে নয়, ধারাবাহিকভাবে পুরনো গানগুলো নতুন সঙ্গীতায়োজনে প্রকাশ করব। ১০-১২টি করে বাছাই করা গান নিয়ে কয়েকটি সংকলন প্রকাশের ইচ্ছা আছে।




Post a Comment