Jui

Monday, July 18, 2016

৫ আগস্ট মুক্তি পাচ্ছে আড়াল

আশিক বন্ধু : শাহেদ চৌধুরী পরিচালিত আড়াল সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী মাসের ৫ তারিখ। শাহরিয়াজ, বিপাশা কবির ও আঁচল অভিনীত সিনেমাটির মুক্তি প্রক্রিয়া এখন চলছে। শাহেদ চৌধুরী বলেন, এটি আমার ছয় নম্বর সিনেমা হলেও, আমার পরিচালনায় প্রথম ডিজিটাল সিনেমা। এটি একটি বড় বাজেটের সিনেমা। একটি ভাল সিনেমা নির্মাণে আমি যথেষ্ট পরিশ্রম করেছি। সামাজিক প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক নিরাশ হবেন না। ইতোমধ্যে যারা আড়াল-এর গান বা সিনেমার প্রমো দেখেছেন প্রত্যেকেই প্রশংসা করছেন। গানগুলোর রেসপন্স পাচ্ছি। এতে গান আছে ৫টি। কন্ঠ দিয়েছেন-বেবী নাজনীন, ন্যান্সি, পড়শী, কিশোর, কর্নিয়া। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল ও সজীব মাহমুদ (রতন বাবু)। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, আলীরাজ, মিজু আহমেদ, ইলিয়াস কোবরা, জিয়া তালুকদার প্রমুখ।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment