Jui

Monday, July 18, 2016

জানেন কি ৩০ বছর বয়সী মহিলারাই যৌন মিলন বেশি উপভোগ করে!

আপনি কি জানেন ৩০ বছর বয়সী মহিলারাই যৌন মিলন বেশি উপভোগ করে!
মহিলাদের বয়স যখন তিরিশের ঘরে তখন তারা কম বয়সীদের তুলনায় যৌন মিলন বেশি উপভোগ করেন। কারণ, তাঁদের মনে যৌনজীবন শেষ হওয়ার আশঙ্কা থাকে।
এমনটাই জানা যাচ্ছে সাম্প্রতিক এক সমীক্ষা থেকে ।
যৌন মিলন

৩০ বছর বয়সী মহিলারাই যৌন মিলন বেশি উপভোগ করে

সমীক্ষা থেকে জানা গেছে, মহিলাদের বয়স যখন তিরিশের ঘরে তখন তাঁদের যৌনক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে। আর সেই কারণেই তাঁদের মনে ভয় আসতে থাকে।
এই আতঙ্কের কারণেই মূলত তারা বেশি বেশি মিলন উপভোগ করতে থাকে।
এই বয়সে তারা সেক্স নিয়ে অনেক কল্পনা করতে থাকেন। আর সেই কারনেই জন্ম নেয় ‘কাউগার’ সিমটম- একজন মহিলা তখন তার থেকে কমবয়সী সহযোগীর খোঁজ করেন।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment