Jui

Saturday, July 16, 2016

মাহির বউভাত

ঘরোয়া আয়োজনে গত ২৫ মে সিলেটের ছেলে অপুর গলায় মালা দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সেদিনই বলা হয়েছিল শিগগিরই আনুষ্ঠানিক আয়োজন করা হবে। সেই কথা রাখলেন দুই পরিবার। জানা গেছে, আগামী ২০ জুলাই রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে এই রিসেপশন সম্পন্ন হবে। মাহি সংবাদমাধ্যমকে বলেন, মূলত মিডিয়ার বন্ধু-স্বজনদের কথা ভেবেই ২০ তারিখের অনুষ্ঠানটি করছি ঢাকায়। কারণ আমার যত পরিচিতি তার সবটাই হয়েছে মিডিয়ার কল্যাণে। মাহি আরও জানান, ২৪ জুলাই সিলেটে বড় করে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করছেন তারা। সেটি হবে মাহিকে শ্বশুর বাড়ি তুলে নেওয়ার আনুষ্ঠানিকতা।  এরই মধ্যে বন্ধু ও স্বজনদের হাতে পৌঁছে গেছে মাহির বিয়ের নিমন্ত্রণপত্র। পাত্র পারভেজ মাহমুদ অপু ও পাত্রী শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি। আনুষ্ঠানিক বিয়ের পর বরের সঙ্গে মাহি যাবেন শ্বশুর বাড়ি সিলেটে। কিছুদিন সেখানে থাকার পর মধুচন্দ্রিমায় যাবেন যুক্তরাষ্ট্রে। তারপর আবারো হাতে জমে থাকা ছবির কাজগুলো শেষ করবেন।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment